ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা ৫০ মিনিটের দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের তোতা মিয়ার বাড়ির দক্ষিণ পাশের বাঁশঝাড় থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোর ৪টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১৮-আর সংলগ্ন পিপুলবাড়িয়া গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুইজন (একজন পুরুষ ও একজন নারী) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় চার নারীকে আটক করা হয়। একই এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটে আরও একজন নারী এবং সকাল ১১টা ৩০ মিনিটে আরও দুই নারীকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃতদের সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 


















