ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে নারীসহ ৯ বাংলাদেশি আটক, ভারতীয় মাদক উদ্ধার

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এছাড়াও ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিক, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে, অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা(৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জণ বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহেশপুর উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহ সীমান্তে নারীসহ ৯ বাংলাদেশি আটক, ভারতীয় মাদক উদ্ধার

Update Time : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এছাড়াও ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিক, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে, অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা(৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জণ বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহেশপুর উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ