ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি) । প্রতিদিনই এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী, শিশু সহ চোরাকারবারিরা। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হয় ২ হাজার ৩১১জন। এদের মধ্যে বাংলাদেশী নাগরিক ২ হাজার ২৫৭ জন, ভারতীয় নাগরিক ৩৪ জন, মায়ানমার রোহিঙ্গা নাগরিক ২০ জন।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১৬ Time View

ঝিনাইদহ সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি) । প্রতিদিনই এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী, শিশু সহ চোরাকারবারিরা। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হয় ২ হাজার ৩১১জন। এদের মধ্যে বাংলাদেশী নাগরিক ২ হাজার ২৫৭ জন, ভারতীয় নাগরিক ৩৪ জন, মায়ানমার রোহিঙ্গা নাগরিক ২০ জন।

সবুজদেশ/এসএএস