ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর বিজিবির অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র হাবিলদার আবেদ আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে এক ভারতীয় নাগকিকে আটক করে। তিনি সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক নারী ভারতের পশ্চিমবঙ্গ নদীয়া জেলার বনগাঁ থানার টেংরা গ্রামের মৃত বিষ্ণুপদ রায় এর মেয়ে ফাল্গুনী রায় (৩৫) ।
আটক ভারতীয় নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ