ঝিনাইদহের মহশেপুর সীমান্তে এক দালালসহ ১০ জন বাংলাদেশিকে আটক করছে ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার (১ মে) বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে উপজেলার বেনিপুর ও বাঘাডাঙ্গা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বেনীপুর বিওপি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ২জন পুরুষ ও ২ জন মহিলা আটক করা করে।
অন্যদিকে, গতকাল রাত ৪টার দিকে বাঘাডাংগা বিওপির আনুমানিক ০১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে মানবপাচারে সহায়তাকারী দালাল মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে মহাসেন বিশ্বাস (১৯) কে আটক করে । এ সময় তার একটি মোটরসাইকেল জব্দ করা হয় । তিনি আরো বলেন পাচারের সময় ২জন পুরুষ, ২জন নারী ও এক শিশুকে আটক করা হয় । তারা সবাই বাংলাদেশি ।
তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
সবুজদেদশ/এসইউ