অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৩২২ পিস ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার (৫ মে) সন্ধায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, উপজেলার খোশালপুর, ও সামান্তা বিওপি’র পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার ঢেঁকিপাড়া গ্রামের মোঃ জাকির প্রামানিক ছেলে টুটুল (৩৮), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খাসপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ আমির হামজা (২০), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চিংড়াখালী গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার (২১), নড়াইল জেলার লোহাগাড়া থানার লুটিয়া গ্রামের পির মোহাম্মদ শেখের ছেলে মোহাম্মদ দিদার শেখ (৩৬)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ