ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ৫ বাংলাদেশি আটক, মাদক জব্দ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে হয়েছে। আটকদের মধ্যে ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

এছাড়াও ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে নিমতলা সীমান্ত থেকে ৯০২০ পিস ইয়াবা, মাধবখালী থেকে ২ কেজি গাজা, গয়েশপুর ও রাজাপুর থেকে ২৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ সীমান্তে ৫ বাংলাদেশি আটক, মাদক জব্দ

Update Time : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে হয়েছে। আটকদের মধ্যে ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

এছাড়াও ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে নিমতলা সীমান্ত থেকে ৯০২০ পিস ইয়াবা, মাধবখালী থেকে ২ কেজি গাজা, গয়েশপুর ও রাজাপুর থেকে ২৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ