ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রাতভর অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে ৫৮ বিজিবি।
শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলার পলিয়ানপুর, কুসুমপুর সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, পলিয়ানপুর বিওপির সীমান্ত পিলার-৫৯/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলামের আম বাগানের মধ্য হতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ