ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে আটক ৪৭

 

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার বিকেলে (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাংঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টায় সর্বমোট ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে নারী ১২, পুরুষ ১৯ ও শিশু রয়েছে ১৬ জন। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত মোট ৯৩৩ জনকে আটক করা হলো এ সীমান্ত থেকে।

Tag :

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে আটক ৪৭

Update Time : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

 

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার বিকেলে (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাংঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টায় সর্বমোট ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে নারী ১২, পুরুষ ১৯ ও শিশু রয়েছে ১৬ জন। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত মোট ৯৩৩ জনকে আটক করা হলো এ সীমান্ত থেকে।