ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছেন।

তিনি জানান, সোমবার (২৩ মে) মধ্য রাতে উপজেলার মাটিলা বিওপির টহলদল মাটিলা গ্রাম থেকে তাদের আটক করে। তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারিপুর, নড়াইল ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

Update Time : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছেন।

তিনি জানান, সোমবার (২৩ মে) মধ্য রাতে উপজেলার মাটিলা বিওপির টহলদল মাটিলা গ্রাম থেকে তাদের আটক করে। তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারিপুর, নড়াইল ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।