ঝিনাইদহের কালীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক
সবুজদেশ ডেক্সঃ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইউনুচ আলীর তদারকিতে এসআই(নিঃ)/মোঃ সাজ্জাদুর রহমান সঙ্গীয় অফিসারের সহায়তায় কালীগঞ্জ খানা এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ বশির শেখ(৩৫) পিতা-মোঃ সাহাদৎ শেখ সাং-কবিরপুর থানা-শৈলকুপা বর্তমান-সাং-উপশহরপাড়া ঝিনাইদহ থানা-ঝিনাইদহ সদর জেলা-ঝিনাইদহ’কে কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা এলাকা হইতে ইং-২০/১০/২০১৮ তারিখ বেলা অনুমান-০৩.১৫ ঘটিকার সময় ১৯৮(একশত আটানব্বই) পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-১৯.৮ গ্রাম, মূল্য অনুমান-১৯৮x৩০০=৫৯,৪০০/-(উনষাট হাজার চারশত) টাকাসহ আটক করেন। এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় ০১টি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হইয়াছে।