“টাকা দিয়ে কেনা যাবে না”
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেছেন, পুলিশ হচ্ছে জনগনের সেবক। তাদের নিরাপত্তা আর সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। এটা জনগনের সাংবিধানিক অধিকার। জনগনকে রক্ষা করতে গিয়ে আমরা মাদক ব্যাবসায়ী, জঙ্গী, চরমপন্থি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হবো। জেলার কোথাও জুয়া খেলা করতে দেব না। কেও আমাদের টাকা দিয়ে কিনতে পারবে না। আমি পরিচ্ছন্ন একটি জেলা উপহার দিতে সাংবাদিকদের সহায়তা চাই। পুলিশ সুপার হাসানুজ্জামান বুধবার তার দপ্তরে ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি, শৈলকুপা সার্কেলের এএসপি তারেক আল মেহেদী, ওসি এমদাদুল হক, ওসি বিশেষ শাখা শরিফুল ইসলাম জনক, ওসি ডিবি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, এম সাইফুল মাবুদ, দেলোয়ার কবীর, আসিফ ইকবাল কাজল, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, শিপলু জামান, রাজিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিকরা সাদা পোশাকে সাধারণ মানুষকে হয়রানী বন্ধ ও রাস্তার পাশে বাস ট্রাকের অবৈধ পার্কিং নিষিদ্ধ করার দাবী জানিয়ে বলেন, অতীতে জেলাকে সন্ত্রাস, জঙ্গী ও মাদকমুক্ত করতে সাংবাদিকরা যে ভাবে সহায়তা করেছে ভবিষ্যাতেও তা অব্যাহত থাকবে।