ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টানা দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু, খুশি শিক্ষার্থীরা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে টানা দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে। করোনার প্রভাব কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব বিরাজ করছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনেকদিন পর বন্ধুদের দেখতে পেরে সবার মুখে খুশির ঝিলিক দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির সংখ্যাও ছিল ছোখে পড়ার মতো। আগের মতো সমাবেশ, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে।

তবে অধিকাংশ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন এর আওতায় আসায় অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখা গিয়েছে। তবে শিক্ষকরা বলছেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান পরিচালনা করা হবে।

শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় তারা অনেক খুশি। অনেক দিন পর স্কুলে গিয়ে তাদের ভালো লাগছে। টানা দুই বছর বাসায় বসে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছে। এখন ভালো করে পড়াশোনা করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।

কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, মঙ্গলবার থেকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনেই ৭৫% শিক্ষার্থী উপস্থিত। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করানো হচ্ছে।

এসএএস/সবুজদেশ

About Author Information
আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
১৭৩ Time View

টানা দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু, খুশি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে টানা দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে। করোনার প্রভাব কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব বিরাজ করছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনেকদিন পর বন্ধুদের দেখতে পেরে সবার মুখে খুশির ঝিলিক দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির সংখ্যাও ছিল ছোখে পড়ার মতো। আগের মতো সমাবেশ, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে।

তবে অধিকাংশ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন এর আওতায় আসায় অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখা গিয়েছে। তবে শিক্ষকরা বলছেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান পরিচালনা করা হবে।

শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় তারা অনেক খুশি। অনেক দিন পর স্কুলে গিয়ে তাদের ভালো লাগছে। টানা দুই বছর বাসায় বসে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছে। এখন ভালো করে পড়াশোনা করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।

কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, মঙ্গলবার থেকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনেই ৭৫% শিক্ষার্থী উপস্থিত। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করানো হচ্ছে।

এসএএস/সবুজদেশ