টিসিবির এক ডিলার উত্তোলন করেন ৩ জনের পন্য!
খুলনা প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতির মধ্যে মাহে রমজানে দ্রব্যমুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাতে খুলনায়ও টিসিবি তেল, চিনি, ডাল, পিঁয়াজ, ছোলা ও খেজুর বিক্রি চলমান রেখেছে। এই পান্য সামগ্রী বিক্রির জন্য ২৫ জন ডিলার নিয়োগ করা হয়েছে। কিন্তু একজন ডিলার একাই তিন জনের পন্য সামগ্রী উত্তোলন করে অধিকাংশ পন্য গোপনে দোকানে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
টিসিবির খুলনা কার্যালয়ে দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ শফিউল্লাহর মালিকানাধীন মেসার্স এমএস ব্রাদার্স বেআইনীভাবে তানজিম হস্তশিল্প এবং মেসার্স ঐশি এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের নামের পন্য সাগ্রমী উত্তোলন করছেন এবং বিক্রি করছেন। অভিযোগ উল্লেখ করা হয়েছে, অধিকাংশ পন্য তিনি কালোবাজারে বিক্রি করছেন।
এ বিষয়ে নিয়ে টিসিবি খুলনা অফিস প্রধান রবিউল মোর্শেদ বলেন, অভিযোগ পাওয়ার পরে ঐশি এন্টারপ্রাইজ মালিক নিজেই গত দুদিন মালামাল উত্তোলন করছেন। তানজিম হস্তশিল্পের মালিক একজন মহিলা বিধায় অন্যলোক দিয়ে পরিচালনা করতে পারেন।
তবে এব্যাপারে ডিলার শফিউল্লাহকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
প্রায় একমাস যাবৎ কিভাবে এই অনিয়ম চলছে এমন প্রশ্নে তিনি বলেন, দেখেন তিনি মহানগরীর ১৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা বোঝেনইতো।
এব্যাপারে মোঃ শফিউল্লাহ জানান, তিনি টিসিবি অফিসের অনুমতিতেই মালামাল উত্তোলনের জন্য ট্রাস্ট ব্যাংক খুলনা শাখায় টাকা জমা দিয়ে মালামাল উত্তোলন করে কওে বিক্রি করাতেন এতে দোষের কি? তবে কোন পন্য কালোবাজারে বিক্রি করা হয়নি বলে দাবি করেন তিনি।
অপরদিকে, ঐশি এন্টারপ্রাইজের মালিক জিয়াউল আলম খোকন বলেন, আগে শফিউল্লাহ উত্তোলন করলেও গত দুদিন যাবৎ তিনি নিজেই মালামাল উত্তোলন করছেন।