ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টেনে পুনে ডেভিলসের নেতৃত্ব দেবেন নাসির

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের নাসির হোসেন।

সম্প্রতি পুনে ডেভিলসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে টি-টেন লিগে তাদের স্কোয়াড প্রকাশ করা হয়েছে।

আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানের মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা রয়েছেন পুনে ডেভিলসে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের কাঁধেই অর্পন করা হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব।

আজই মাঠে নেমে যাচ্ছে নাসিরের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

একনজরে পুনে ডেভিলস স্কোয়াড

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

About Author Information
আপডেট সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
৩২৪ Time View

টি-টেনে পুনে ডেভিলসের নেতৃত্ব দেবেন নাসির

আপডেট সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

সবুজদেশ ডেস্কঃ

আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের নাসির হোসেন।

সম্প্রতি পুনে ডেভিলসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে টি-টেন লিগে তাদের স্কোয়াড প্রকাশ করা হয়েছে।

আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানের মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা রয়েছেন পুনে ডেভিলসে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের কাঁধেই অর্পন করা হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব।

আজই মাঠে নেমে যাচ্ছে নাসিরের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

একনজরে পুনে ডেভিলস স্কোয়াড

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।