টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
লিটন দাস ওয়েস্ট ইন্ডিজে বার্তাটা দিয়ে রেখেছিলেন, ‘‘বিসিবি চাইলে আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব করতে প্রস্তুত আছি।’’ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে লিটন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন। এমন মঞ্চে লিটন নিজের মনের কথা বলেছিলেন, বিসিবি তা ভাবতে বাধ্য হয়েছে। ভাবতে বাধ্য হয়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
তাই তো এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে গেলেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে শান্ত জানিয়েছেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব তিনি করতে চাচ্ছেন না। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে চালিয়ে যেতে আগ্রহী।
শান্তর চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিরাজ টেস্ট ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। লিটন পেয়েছিলেন টি-টোয়েন্টি দলের ভার। মিরাজ টি-টোয়েন্টি খেললেও তাকে অধিনায়কত্ব দেয়া হয়নি। তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক শান্ত। এক বছরের কিছুটা বেশি সময় তিন ফরম্যাটে দায়িত্ব চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি তার নিজের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। সঙ্গে যোগ হয়েছে দলের ব্যর্থতা। গত বছর টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে। হেরেছেও ১২টিতে। বিশ্বকাপে মেলেনি আশানুরূপ পারফরম্যান্স। সব কিছু মিলিয়ে সময়টা বিরুদ্ধ কাটছিল শান্তর। সেজন্য নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘‘শান্ত বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।
নতুন অধিনায়কের নাম বিসিবি এখনই চূড়ান্ত করছে না, ‘‘যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না।
বাংলাদেশ ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে। মার্চে জিম্বাবুয়ে আসবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। এর আগে নিশ্চিত হওয়া যাবে টি-টোয়েন্টি অধিনায়ক। বোর্ড সভাপতি অধিনায়ক হিসেবে লিটনকেই বেছে নেবেন তা অনেকটাই ওপেন সিক্রেট।
সবুজদেশ/এসইউ