ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করলো র‍্যাব

সবুজদেশ ডেস্ক:

 

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন বনকর্মী অপহৃত হন। এ ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গত সোমবার (৩০ ডিসেম্বর) যখন বনকর্মীরা টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করছিলেন তখন দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এবং আশা করছেন দ্রুত উদ্ধার হবে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুষ্কৃতকারী।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৮ Time View

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করলো র‍্যাব

আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন বনকর্মী অপহৃত হন। এ ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গত সোমবার (৩০ ডিসেম্বর) যখন বনকর্মীরা টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করছিলেন তখন দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এবং আশা করছেন দ্রুত উদ্ধার হবে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুষ্কৃতকারী।

সবুজদেশ/এসইউ