টেলিফোনে সর্দি-কাঁশি চিকিৎসার পরামর্শ দেবে খুলনা সিএস অফিস
খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলায় সর্দি-কাঁশিতে আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনেই চিকিৎসা সেবা প্রদান করবে খুলনা সিভিল সার্জন অফিস।
এই রোগে আক্রান্তদের হাসপাতালে যাবার কোন দরকার নেই। সে কারণে সিভিল সার্জন দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরসমূহে চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরসমূহ ০১৭৪০৩৩৩২২৮, ০১৭১০৩২৩৩৮৩, ০১৭১৮৮৬১০১৫, ০১৭৩১৭৯০৯৬৬, ০১৯৪০২৬০১৬২, ০১৬৭২৫৩৭৭৪৭, ০১৫৫৭৬৯৯২৮৮ এবং ০১৭৪৬৪৮২৩৯৩।
খুলনা সিভিল সার্জন অফিস আজ (রবিবার) এই নম্বরগুলো চালু করেছে।