টেস্টে আফগানদেরও পেছনে পড়ল বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
টেস্ট স্ট্যাটাসে ১৭ বছরের জুনিয়র আফগানিস্তান এবার টপকে গেল বাংলাদেশকে। আইসিসির নতুন হালনাগাদে এবার টাইগারদের দশে ঠেলে আফগানরা উঠে এসেছে নয়-এ। করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনের পর আর সব দল খেলায় ফিরলেও সাদা পোশাক গায়ে জড়ানোর সুযোগ হয়নি টাইগারদের।
সেই সুবাদে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের সরিয়ে নয়-এ উঠে এসেছে টেস্ট ক্রিকেটের নবীনতম দল আফগানিস্তান। দশে নেমে বাংলাদেশের রেটিং এখন ৫৫। অন্যদিকে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে ১১৮ রেটিং নিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১১৬ রেটিং নিয়ে নেমে গেছে দুই-এ।