ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে
ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে দেওয়ার যে রাজনীতি তা থেকে এখনও বের হওয়া যায়নি বলে হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, ট্যাগের রাজনীতি থেকে বের না হয়ে আসতে পারলে জুলাই গণ-অভ্যুত্থান বৃথা হয়ে যাবে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বঙ্গীয় সাহিত্য সভা এর আয়োজন করে।
ড. আসিফ নজরুল বলেন, ‘ট্যাগের রাজনীতি থেকে এখনও আমরা বের হতে পারিনি। ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণ-অভ্যুত্থান বৃথা হয়ে যাবে।
আওয়ামী লীগের আমলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো। অনেক নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হতো।
আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণ-অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
এ সময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখার তাগিদ দিয়ে আওয়ামী লীগের আমলের চেয়েও ভালো বাংলাদেশ গড়ার আহ্বান জানান আইন উপদেষ্টা।
সবুজদেশ/এসইউ