যশোরে মাটি বহনকারী ট্রলিচাপায় তাসলিমা বেগম (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৫ টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বলরামপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।
তাসলিমা বেগম যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের হেদায়েত মোল্লার স্ত্রী। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে তাসলিমা বেগম মহাসড়কের চাউলিয়া বেলতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মাটি টানা ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সবুজদেশ/এসইউ
 
																			 
										 সবুজদেশ ডেস্ক:
																সবুজদেশ ডেস্ক:								 



















