ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগৃহীত-

 

যশোরের অভয়নগর উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম ইসমাইল বিশ্বাস (৪০) এবং অন্যজন মহাসিন মল্লিক (৩৪)। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের বাসিন্দা ইব্রাহিম বিশ্বাসের ছেলে, এবং মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে। তাদের মোটরসাইকেলে যশোরের নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটির দিকে ছুটে গিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং দুর্ঘটনা তদন্ত শুরু করেছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

 

যশোরের অভয়নগর উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম ইসমাইল বিশ্বাস (৪০) এবং অন্যজন মহাসিন মল্লিক (৩৪)। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের বাসিন্দা ইব্রাহিম বিশ্বাসের ছেলে, এবং মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে। তাদের মোটরসাইকেলে যশোরের নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটির দিকে ছুটে গিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং দুর্ঘটনা তদন্ত শুরু করেছে।

সবুজদেশ/এসইউ