সাতক্ষীরা:
সাতক্ষীরায় ট্রাকচাপায় রাজন ইসলাম নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরের কাছে কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত অপর ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীতমুখি একটি ট্রাক তাদের ঘটনাস্থলে চাপা দিলে রাজন মারা যান।
আর গুরুতর আহন হন মেহেদী হাসান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি শহরের কুশরালীতে বাবা সিরাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।