কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরপুর নয়াপাড়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন পিন্টু (৩৫) এবং একই গ্রামের শরিফ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার (২৮)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন পিন্টু ও শাম্মী আক্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যেতেন। শনিবার সকালেও তারা কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শাম্মী আক্তারের মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।