ট্রাকে ভ্রাম্যমান বাজার সাতক্ষীরা ডিসির
সাতক্ষীরা প্রতিনিধিঃ
করোনা প্রার্দুভাবে বাজারে জনসমাগম এড়াতে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমান বাজার। জেলা প্রশাসনের আয়োজনে শহরের দশটি স্থানে চলছে এ বাজার। শুক্রবার সকাল এ ভ্রাম্যমান বাজারের কার্যত্রম শুরু হয়।
জানা গেছে, দুটি ট্রাকে করে সকাল ৮ টা থেকে চালু হচ্ছে দুইটি ভ্রাম্যমাণ বাজার। যার একটি শহরের সিটি কলেজ মোড় হয়ে খুলনা মোড়, চায়না বাংলা শপিং মল, সংগীতার মোড় ও ইটাগাছা মোড়ে অবস্থান করছে। অপরটি নারকেলতলা হয়ে, পোস্ট অফিস মোড়, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, সদর উপজেলা পরিষদ ও কলেজ মোড়ে অবস্থান নিয়েছে। নিদৃষ্টস্থানে একঘন্টা করে অবস্থান করবে এ ভ্রাম্যমান বাজার।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সংকটকালীন এই সময়ে বাজারে জনসমাগম কমাতে জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভ্রাম্যমাণ বাজারে চাল, ডাল, আলু পিয়াজ, তেল মরিচসহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে।
তিনি বলেন, নো প্রফিট নো লস এই ধারনাকে নিয়ে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। তার মূল লক্ষ্য জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংক্রমণের মূল উৎস হতে সাতক্ষীরাবাসীকে নিরাপদ রাখা।