ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আ. লীগ: আমীর খসরু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে।

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই এবার ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাই-কমিশনার ডেরেক লো এবং ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো’র সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া কঠিন বলে মনে করে সিঙ্গাপুর সরকার। তারা বাংলাদেশে বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে চায়। বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে এসে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, এদিন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেন ডেরেক লো এবং মিচেল লো। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সন উপদেষ্টা ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আ. লীগ: আমীর খসরু

Update Time : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই এবার ট্রাম্পের বেশে দেশে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাই-কমিশনার ডেরেক লো এবং ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো’র সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া কঠিন বলে মনে করে সিঙ্গাপুর সরকার। তারা বাংলাদেশে বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে চায়। বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে এসে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, এদিন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেন ডেরেক লো এবং মিচেল লো। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সন উপদেষ্টা ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

সবুজদেশ/এসইউ