ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের নী‌চে ঝাপ দি‌য়ে যুব‌কের আত্মহত্যা

সবুজদেশ ডেস্ক:

ফাইল ছবি-

 

খুলনায় চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দি‌য়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাত পৌ‌নে ১০ টার দি‌কে নগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিং‌য়ে এ ঘটনা‌টি ঘ‌টে। ট্রেন‌টি যুব‌কের শরী‌রের ওপর দি‌য়ে যাওয়ায় মাথা দেহ থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়।

মৃত যুবক হ‌লেন, প্লা‌টিনাম জুট‌মিল ক‌লোনীর বা‌সিন্দা আলতাফ হো‌সে‌নের ছে‌লে রিপন।

রিপ‌নের মৃত‌্যুর বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দৌলতপুর রেল‌ষ্টেশ‌ন ফা‌ড়ির এস আই মোঃ তা‌রিকুল ইসলাম।

তি‌নি এলাকাবাসীর বরাত দি‌য়ে খুলনা গে‌জেট‌কে ব‌লেন, রাত‌ পৌ‌নে ১০ টার দি‌কে খুলনা থে‌কে চিলাহা‌টিগা‌মি এক‌টি ট্রেন নগরীর নতুনরাস্তা মোড় পার হ‌চ্ছিল। এ সময় একজন যুবক চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দি‌লে মাথা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। প‌রে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দি‌লে মর‌দেহ উদ্ধার ক‌রে খুলনা মেডি‌কেল হাসপাতা‌লে নি‌য়ে যায়।

মৃত‌্যুর কারণ হি‌সে‌বে তি‌নি আরও ব‌লেন, যুবক‌টি ক‌য়েক‌দিন ধ‌রে মান‌সিক অশা‌ন্তি‌তে ছি‌লেন। যে কার‌ণে তি‌নি চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দেয়। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের নিকট হস্তান্তর করা হ‌বে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
২০ Time View

ট্রেনের নী‌চে ঝাপ দি‌য়ে যুব‌কের আত্মহত্যা

আপডেট সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

 

খুলনায় চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দি‌য়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাত পৌ‌নে ১০ টার দি‌কে নগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিং‌য়ে এ ঘটনা‌টি ঘ‌টে। ট্রেন‌টি যুব‌কের শরী‌রের ওপর দি‌য়ে যাওয়ায় মাথা দেহ থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়।

মৃত যুবক হ‌লেন, প্লা‌টিনাম জুট‌মিল ক‌লোনীর বা‌সিন্দা আলতাফ হো‌সে‌নের ছে‌লে রিপন।

রিপ‌নের মৃত‌্যুর বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দৌলতপুর রেল‌ষ্টেশ‌ন ফা‌ড়ির এস আই মোঃ তা‌রিকুল ইসলাম।

তি‌নি এলাকাবাসীর বরাত দি‌য়ে খুলনা গে‌জেট‌কে ব‌লেন, রাত‌ পৌ‌নে ১০ টার দি‌কে খুলনা থে‌কে চিলাহা‌টিগা‌মি এক‌টি ট্রেন নগরীর নতুনরাস্তা মোড় পার হ‌চ্ছিল। এ সময় একজন যুবক চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দি‌লে মাথা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। প‌রে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দি‌লে মর‌দেহ উদ্ধার ক‌রে খুলনা মেডি‌কেল হাসপাতা‌লে নি‌য়ে যায়।

মৃত‌্যুর কারণ হি‌সে‌বে তি‌নি আরও ব‌লেন, যুবক‌টি ক‌য়েক‌দিন ধ‌রে মান‌সিক অশা‌ন্তি‌তে ছি‌লেন। যে কার‌ণে তি‌নি চলন্ত ট্রেনের নী‌চে ঝাপ দেয়। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের নিকট হস্তান্তর করা হ‌বে।

সবুজদেশ/এসইউ