ডাক্তার-ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদদের প্রতি যে অনুরোধ তালেবানের
সবুজদেশ ডেস্কঃ
আফগানিস্তানের ডাক্তার-ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদদের প্রতি দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছে তালেবান।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আফগানবাসীকে দেশ-ছাড়ার উসকানি দেওয়া বন্ধ করতে হবে। তারা যেন দেশ ছেড়ে চলে যাওয়াটা বন্ধ করেন। যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানের ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদসহ দক্ষ মানুষগুলোকে দেশ ছেড়ে যেতে উসকানি না দেয়।
তালেবানের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে ফিরতে হবে নির্ধারিত দিনেই।
পাঞ্জশিরের বিদ্রোহীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন, তাঁরা যাতে প্রতিরোধ বন্ধ করে তাঁদের (তালিবানের) প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেননা, আমাদের লক্ষ্য এক, ফলে আপনারা কাবুলে ফিরে আসুন, ভয় পাবেন না, যুদ্ধ বন্ধ করুন।