সবুজদেশ ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং মোবাইল ম্যাসেজের মাধ্যমে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, সারাদেশের ১ হাজার ১৯৪টি কলেজের মোট ৬৩৫টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ৮ হাজার ৪২৬ জন পরীক্ষায় অংশ নেন। এ পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে এবং যে কোনও মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space> DEG <space> ROLL No লিখে ১৬২২২ নম্বরে Sendকরে পরীক্ষার ফল পাওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here