ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ডাকাতি, মুলহোতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে।

খুলনাঃ

ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর র‌্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম(৪৪) তার বাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমের হাতে হাতকড়া পড়ায়। তখন আসামীরা ভিকটিমের চোখ কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকটে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

আসামীরা ভিকটিমকে প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারি নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মামলার আসামী ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম মুলহোতা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ডিবি পরিচয়ে ডাকাতি, মুলহোতা গ্রেপ্তার

Update Time : ০৭:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

খুলনাঃ

ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর র‌্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম(৪৪) তার বাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমের হাতে হাতকড়া পড়ায়। তখন আসামীরা ভিকটিমের চোখ কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকটে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

আসামীরা ভিকটিমকে প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারি নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মামলার আসামী ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম মুলহোতা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।