ডিসির স্বাক্ষর এডিট, অতঃপর তরুনী কারগারে
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় করোনা নিয়ে জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তি এডিট করে নিজের নাম ব্যবহার করে তা ফেসবুক ম্যাসেঞ্জারে প্রচার করার অপরাধে (২২)নামে এক তরুনীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
শুক্রবার রাত ১০টায় শহরের র্যাব গলির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ওই তরুণী শহরের র্যাব গলির এলাকার বাসিন্দা ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ বর্ষের ছাত্রী সে।
মামলা সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার এক চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন এক তরুণী কুষ্টিয়া জেলা প্রশাসক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে তা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করছে এবং নিজেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন ওই তরুণী। বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসনের নজরে এলে ওই তরুণীর পরিচয় জানার পর তাঁকে ও তাঁর অভিভাবকদের শুক্রবার রাতেই জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন ওই তরুণী।
পরে ওই তরুণীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুছাব্বেরুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতেই শহরের র্যাব গলির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ওই তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন,ওই তরুণীকে আইসিটি আইনে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।