নড়াইলঃ

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ নভেম্বর বিকালে চিকিৎসার জন্য তাকে নড়াইল থেকে ঢাকায় নেওয়া হয়। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মৃত্যুকালে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরএমও ডা. মশিউর রহমান বাবু জানান, গত ১৮ নভেম্বর মেয়র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নড়াইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া স্থানীয় জনতা শোক জানিয়েছেন।

মেয়র জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here