ঢাকা থেকে হেলিকপ্টারে ৫০০ পিপিই পাঠাল খুলনায়
খুলনা প্রতিনিধিঃ
খুলনাঞ্চলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনা মেডিকেল কলেজে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা।
শুক্রবার রাতে খুমেকের চিকিৎসকদের জন্য জরুরী ভিত্তিতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠানো হয়েছে ঢাকা থেকে।
খুলনা মেডিকেল কলেজের উপ অধ্যাক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, একটা নিউজ বিভ্রান্তির কারণে ঢাকায় মনে করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই নাই। তাই জরুরী ভিত্তিতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শহীদুল্লাহ। আমি নিজেই সেই পিপিই নিজেই গ্রহণ করেছি। খুলনা মেডিকেল এ বর্তমানে মোট ৪২০০ পিপিই মজুদ আছে।