ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সবুজদেশ ডেক্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০.৯৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আজ সোমবার এই ফল প্রকাশ করা হয়।
এই ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৯৫৮ জন প্রার্থী পরীক্ষা দেন। এর মধ্যে মাত্র ২ হাজার ৮৫০ জন প্রার্থী পাস নম্বর পেয়েছেন। ন্যূনতম পাস নম্বর ৪৮ পেতে ব্যর্থ হয়েছেন ২৩ হাজার ২ জন। সে হিসেবে প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হন।
আজ বেলা ১১টায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। ফল জানা যাবে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ১,২৭৫ পর্যন্ত) ‘চয়েস ফরম’ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।