ঢাবিতে অস্ত্র ও ইয়াবাসহ ২ ছাত্রলীগ নেতা আটক
ঢাবিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হলে অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন- ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ।
মঙ্গলবার ক্যাম্পাস এলাকায় অস্ত্র ঠেকিয়ে সাধারণ এক শিক্ষার্থীকে হুমকি দেয়ার দুই ঘণ্টা পর পিস্তল ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। রাত্র পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাকে হাজী মোহাম্মদ মহসীন হল থেকে আটক করা হয়।
পরে ওই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।