ঢাবি ছাত্রী ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যশোরে মানববন্ধন
যশোরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে যশোর জেলা ছাত্রমৈত্রী এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল, বাংলাদেশ যুব মৈত্রী যশোর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার, যুবমৈত্রী জেলা সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা, সহসভাপতি সুব্রত বিশ্বাস, সরকারি এমএম কলেজ শাখা সভাপতি অরুপ কুমার মিত্র। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক শাহিন হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ, খুন, নারী নির্যাতনের ঘটা বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সোহাগী জাহান তনুসহ নারী নিপীড়ন ও ধর্ষণ হত্যায় জড়িতদের বিচার করতে হবে। সেই সাথে দেশ থেকে মাদক ও মাদক ব্যাবসায়ীদের উৎখাত করতে হবে।