চার সন্তানের জননী ও এক তরুণীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের পরিণতি ঘটল থানায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ওই দুই নারীর একজনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ওই গৃহবধূর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
পরিকল্পনা অনুযায়ী, ৯ দিন আগে ঝিনাইদহের গৃহবধূ তার চার সন্তান ও স্বামী-সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে। সেখানে কয়েকদিন তারা একসঙ্গে কাটান। কিন্তু বিষয়টি গোপন না থাকায় ঝিনাইদহের নারীর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং কৌশলে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে থানায় হাজির হন দুই পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ওই গৃহবধূ এবং তরুণীও। পুলিশের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দুজনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে বিদায় জানানো হয়।
ঘটনা জানাজানির পর থানায় স্থানীয় জনতার ভিড় জমে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করি। পরে কৌশলে তাদের থানায় এনে উভয় পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে বুঝিয়ে দেয়া হয়েছে।’
সবুজদেশ/এসএএস