ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সবুজদেশ ডেস্ক:

সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা জন্য ‘ডেটিং স্পটে’ পরিণত হওয়া সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত বিভন্ন স্পট ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে বিভন্ন নির্দেশনা দেন। ভবিষ্যতে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে কোনো অশ্লীল কার্যকলাপ ঘটবে না মর্মে মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ সচেষ্ট থাকবে বলে অঙ্গীকারনামা নেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটলে তারা দায়ী থাকবে।

এ বিষয়ে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের পরিচালক ফয়সাল মোজাফফর বলেন, আমি বাইরে আছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন বলে শুনেছি। পার্কের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরাও চেষ্টা করছি, প্রশাসনের লোকও চেষ্টা করছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সংবাদ প্রকাশের পর পুলিশ সুপারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে আমি কয়েকবার মোজাফফর গার্ডেনে গিয়েছি। পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে সিসিটিভি ক্যামেরা বসানোসহ তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সম্প্রতি মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের পরিবেশ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে পার্কের মধ্যে প্রকাশ্য অনৈতিক কার্যকলাপ হচ্ছে। এসব বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাউকে আপত্তি করা অবস্থায় পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে যেন আপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৬:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
৭ Time View

তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৬:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

 

তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা জন্য ‘ডেটিং স্পটে’ পরিণত হওয়া সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত বিভন্ন স্পট ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে বিভন্ন নির্দেশনা দেন। ভবিষ্যতে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে কোনো অশ্লীল কার্যকলাপ ঘটবে না মর্মে মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ সচেষ্ট থাকবে বলে অঙ্গীকারনামা নেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটলে তারা দায়ী থাকবে।

এ বিষয়ে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের পরিচালক ফয়সাল মোজাফফর বলেন, আমি বাইরে আছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন বলে শুনেছি। পার্কের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরাও চেষ্টা করছি, প্রশাসনের লোকও চেষ্টা করছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সংবাদ প্রকাশের পর পুলিশ সুপারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে আমি কয়েকবার মোজাফফর গার্ডেনে গিয়েছি। পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে সিসিটিভি ক্যামেরা বসানোসহ তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সম্প্রতি মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের পরিবেশ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে পার্কের মধ্যে প্রকাশ্য অনৈতিক কার্যকলাপ হচ্ছে। এসব বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাউকে আপত্তি করা অবস্থায় পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে যেন আপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।