তারা যেসব অপরাধ করেছে শয়তানও সেগুলো করতে ভয় পাবে
ছাত্র-জনতার আন্দোলনে নির্দেশদাতারা যেসব অপরাধ করেছে শয়তানও সেগুলো করতে ভয় পাবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে তারা যেসব অপরাধ করেছে সেগুলো শয়তানও করতে ভয় পাবে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বলকান কসাইদের মতো জিয়াউল আহসান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
এর আগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে গিয়ে তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে।
সবুজদেশ/এসইউ