ঝিনাইদহঃ

ঝিনাইদহরে কালীগঞ্জে তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ, যুব সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমার অধিকার ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডে পরিচালনায় রোববার সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান, ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা সভাপতি নাজমুল হাসান নাজিম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, সিএসএল এর প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, প্রকৃতি মেডিকপস হাসপাতালের সহসভাপতি প্রভাত ব্যানার্জী, উজ্জল কুমার অধিকারী,সেমিনার পরিচালনা করেন কিশোর কুমার কাজল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব সংগঠন, ছাত্র সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি,গণমাধ্যম কর্মী,নারী উদ্যেক্তা উপস্থিত ছিলেন।

সেমিনারে তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ ও যুব সমাজের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here