বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার সামগ্রী পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক মরহুম মনিরুজ্জামান মিন্টুর পরিবার। সোমবার ( ২৪ মার্চ ) সকালে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনোক, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান পিন্টু ওই পরিবারের হাতে উপহার তুলে দেন।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিপক্ষ আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন বারোবাজার সূবর্ণসারা গ্রামের যুবদল নেতা মনিরুজ্জামান মিন্টু।
ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দের থেকে তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পাওয়া নিহতের স্ত্রী ও কন্যা সাংবাদিকদের জানান, আমরা অনেক খুশি। আমার স্বামী বেঁচে না থাকলেও দলের নেতা তারেক রহমান যে ঈদ উপহার পাঠিয়েছেন এজন্য আমার পরিবার কৃতজ্ঞ।
ঈদ উপহার বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহব্বায়ক শাহাজান আলী খোকন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের যুগ্ন- আহব্বায়ক আজিজুল লস্কার, মন্জুরুল হক খোকা. মোহাম্মদ আলী ও সদস্য মাসুদ রানা প্রমুখ।
সবুজদেশ/এসইউ