তাহসান-রোজা হানিমুনে কোথায় গেলেন ?
২০২৫ সালে সবচেয়ে বড় চমকটাই বোধ হয় দেখালো অভিনেতা তাহসান খান। নতুন বছরের শুরুতে বিয়ে করে ভক্তদের রীতিমতো অবাক করে দিয়েছেন তিনি। চলতি মাসের ৪ঠা জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় মেকওভার উদ্যোক্তা রোজা আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেতা।
পারিবারিক ছোট আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি এমন নয় যে দীর্ঘদিন ধরে প্রেম করেছেন তারা। খুব অল্প দিনেরই পরিচয়। পরিচয় থেকে প্রেম অবশেষে প্রণয়। নতুন বর-কনে কে মানিয়েছে বেশ। তবে কথা হলো হানিমুন কোথায় করবেন তারা?
জানা যায়, বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নবদম্পতি। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা।
আপাতত সেখানেই কাটবে তাঁদের হানিমুনের বিশেষ এই মুহূর্তগুলো। সেখান থেকে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দু’জন। পরবর্তী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন রোজা। কেননা সেখানে রয়েছে তার ব্যবসায় প্রতিষ্ঠান।
অন্যদিকে হানিমুনে যাওয়ার একদিন আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। এসময় হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন। তবে রোজার সঙ্গে পরিচয়, বিয়ের পরের অনুভূতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা। কেবল জানিয়েছেন, ‘এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।
সবুজদেশ/এসইউ