তিন ভাই দিলেন ৬’শ পরিবারে খাদ্য সহায়তা
যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় উপজেলার মাটিকোমরা গ্রামের তিন ভাইয়ের উদ্যোগে এলাকার ৬শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। তিনি ২৫০পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
মাটিকোমরা গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী ডা. নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ব্যবসায়ী নজরুল ইসলামের উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। প্রত্যেটিতে ১০ কেজি, আলু দুই কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, সেমাই ৫শ’ গ্রাম ও একটি লাক্স সাবান দেয়া হয়েছে। খাদ্য সহায়তা পেয়ে খুশি বরুণহাল, কোমরচাঁদা, কুল্যা, মুকুন্দপুর, ইস্তা,মহেশপাড়া, নিশ্চিন্তপুর গ্রামের অসহায়, দুস্থ ও কর্মহীন ৬শ’ পরিবারের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর। সরকারের পাশাপাশি ডা. নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের মত বিত্তবানদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে অভাবী মানুষের কোন কষ্ট হবে না। এসময় তিনি সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
আরও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাজান সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সমাজসেবক আব্দুল মান্নান, মাস্টার আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক সোহরাফ হোসেন, মাস্টার মুজিবর রহমান, ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি সদস্য আলাউদ্দীন, আয়ুব হোসেন প্রমুখ।