শনিবার মধ্যরাতে সব ধরনের প্রচার শেষ হল মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা প্রধান দুই দলে।
দলীয় প্রতীকে প্রথমবার ভোট হচ্ছে রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি। এই তিন সিটিতে মেয়র পদে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ৮ লাখ ৭৪ হাজারেও বেশি ভোটার সোমবার ভোট দেবেন।
তিন সিটির ৩৯৫টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ হবে। এ দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।
মাত্র ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। বাকি সব কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপার ব্যবহার করে সনাতন পদ্ধতিতে।তিন নগরীতে এই নির্বাচন পরিচালনায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
নির্বাচন পরিচালনায় থাকবেন কমিশনের সাড়ে সাত হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা। প্রায় পাঁচশ’ পর্যবেক্ষক ও ছয় শতাধিক সাংবাদিক থাকবেন এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপির প্রায় ১১ হাজার সদস্য।
একাদশ সংসদ নির্বাচনের পাঁচ মাস আগের এ সিটি ভোটকে বেশ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নগরীর গির্জার মহল্লা । ছবি: মোস্তাফিজুর রহমান
গাজীপুর-খুলনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিন সিটিতে যাতে কোনো ধরনের ভুল-ত্রুটি ও অনিয়মের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তিন সিটি ভোটের গুরুত্ব অনেক। এ সিটি নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার মধ্য রাত থেকে তিন সিটিতে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রয়েছে। এদিন নির্বাচনী এলাকায় মাঠে নেমেছে আইন শৃঙ্খলাবাহিনী।
সোমবার সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছবে নির্বাচনী সামগ্রী।
বহিরাগত নিষিদ্ধ ও প্রচার বন্ধ
>> ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে ২৮ জুলাই রাত ১২টা থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে এবং মিছিল-শোভাযাত্রাও নিষিদ্ধ থাকবে ১ অগাস্ট পর্যন্ত।
>> সুষ্ঠু ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সিটি এলাকার বাসিন্দা নন এমন ব্যক্তিদের ২৭ জুলাই রাত ১২টা থেকে নির্বাচনী এলাকায় অবস্থানে নিষেধাজ্ঞা রয়েছে।
>> প্রভাবশালীরা নির্বাচনী এলাকায় অবস্থান করলে বা অবৈধ প্রভাবের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে ইসি।
>> ভোটের তিন দিন আগে থেকে ভোটের পরে আরও তিন দিন পর্যন্ত বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহনে নিষেধাজ্ঞা থাকবে।
শেষ প্রচারে পাল্টপাল্টি অভিযোগ-উত্তাপ ৩ সিটিতে
রাজশাহী: বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপি, নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও হুমকি-ধমকির অভিযোগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা জবাবের মধ্যে শেষ হল রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের শনিবারের প্রচার।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষের কথা জানিয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।
সুষ্ঠু ভোট হওয়ার নিয়ে আশঙ্কার প্রকাশ করলেও শেষ দিনের প্রচারে ধানের শীষের ‘বিজয় আসবে’ বলে আশাপ্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
ভোট জালিয়াতির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও হুঁশিয়ার করেন তিনি।
সিলেট: সরকারের বিরুদ্ধে ‘ভয়’ দেখানোর অভিযোগ এনে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারপরও নির্বাচনের মাঠ থেকে সরবেন না তিনি।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি।
এবারের নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে বর্ণনা করে জনতার কাছে ভোট ভিক্ষা চান সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।
বরিশাল: বরিশালের সিটি করপোরেশন নির্বাচনে শেষদিনের প্রচারে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকেলও বিএনপিসহ অন্য দলগুলোর প্রার্থীদের প্রচার তেমন চোখে পড়েনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার প্রচারে পুলিশের বাধা পাওয়ার অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না- তা আবারও প্রমাণ হয়ে গেল।
প্রচারের শেষ দিনে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে আওয়ামী লীগ ও সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, “এই নির্বাচন ঘিরে নগরীতে উৎসব বিরাজ করছে। আমাদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌকার পক্ষে ভোটের প্রচারে নেমেছেন। পুরো নগরীতে নৌকার জোয়ার বইছে।