ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ১৭৩ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গা:

উদ্ধার কাজ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এর আগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রোববার রাত ১টার দিকে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়।

সোমবার সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

উথলী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল বহন করে নাটোরের উদ্দেশে ৩০টি ওয়াগন নিয়ে তেলবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ক্রসিংয়ের জন্য ট্রেনটিকে ২ নম্বর লাইনে নেওয়া হয়। রোববার রাত ১টার দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪-১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়।

এ কারণে ওই লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই মেরামতের কাজ শুরু হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর হয়ে যেতে পারে বলে জানান ওই স্টেশন মাস্টার।

Tag :

তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Update Time : ১২:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

চুয়াডাঙ্গা:

উদ্ধার কাজ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এর আগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রোববার রাত ১টার দিকে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়।

সোমবার সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

উথলী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল বহন করে নাটোরের উদ্দেশে ৩০টি ওয়াগন নিয়ে তেলবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ক্রসিংয়ের জন্য ট্রেনটিকে ২ নম্বর লাইনে নেওয়া হয়। রোববার রাত ১টার দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪-১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়।

এ কারণে ওই লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই মেরামতের কাজ শুরু হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর হয়ে যেতে পারে বলে জানান ওই স্টেশন মাস্টার।