ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘তোমারও করোনা হোক’, বউমাকে জাপটে ধরে বললেন শাশুড়ি

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই বাড়িতে নিভৃতবাসে ছিলেন শাশুড়ি। স্বাভাবিকভাবেই ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিদের মধ্যে কেউ তার ঘরের চৌকাঠও পেরোয়নি। বাইরে রেখে দেওয়া খাবার খেতে হচ্ছিল রোজ। কিন্তু এর মধ্যেই এক তুমুল কান্ড করে বসলেন অঘটনঘটন পটিয়সী শাশুড়ি।

বাড়ি ভরা লোকজন অথচ কেউ তাঁর কাছে যায় না। একা ঘরে নি:সঙ্গ থাকতে থাকতে মন খারাপ লাগছিল বলেই আচমকা একদিন তিনি সোজা চলে যান ছেলের বউয়ের ঘরে। 

তারপর বউমাকে জাপটে ধরে বলেন ‘আমি মরে গেলে তোমরা ভাল থাকতে চাও?’
দক্ষিণ ভারতের তেলঙ্গানা রাজ্যের রজান্যা জেলার থিমাপুর গ্রামের ঘটনায় অবাক বনে যান অনেকে। মুহূর্তে চারপাশে তা ছড়িয়ে পড়ে। 

বিশ বছর বয়সী পুত্রবধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন তার শাশুড়ি। তাই তার সঙ্গে বাড়ির সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখছিলেন। কিন্তু বিষয়টা পছন্দ না হওয়ায় শাশুড়ি বউমাকে জড়িয়ে ধরে বলেছেন, ‘তোমারও করোনা হোক’।

ঘটনার পরেই অবশ্য পরিবারের সিদ্ধান্তে শাশুড়িকে বাড়ি থেকে করে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, বউমাও করোনা পজিটিভ। আপাতত নিজের বোনের কাছে আছেন ওই শাশুড়ি ভদ্রমহিলা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

About Author Information
আপডেট সময় : ১০:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
৩১৯ Time View

‘তোমারও করোনা হোক’, বউমাকে জাপটে ধরে বললেন শাশুড়ি

আপডেট সময় : ১০:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই বাড়িতে নিভৃতবাসে ছিলেন শাশুড়ি। স্বাভাবিকভাবেই ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিদের মধ্যে কেউ তার ঘরের চৌকাঠও পেরোয়নি। বাইরে রেখে দেওয়া খাবার খেতে হচ্ছিল রোজ। কিন্তু এর মধ্যেই এক তুমুল কান্ড করে বসলেন অঘটনঘটন পটিয়সী শাশুড়ি।

বাড়ি ভরা লোকজন অথচ কেউ তাঁর কাছে যায় না। একা ঘরে নি:সঙ্গ থাকতে থাকতে মন খারাপ লাগছিল বলেই আচমকা একদিন তিনি সোজা চলে যান ছেলের বউয়ের ঘরে। 

তারপর বউমাকে জাপটে ধরে বলেন ‘আমি মরে গেলে তোমরা ভাল থাকতে চাও?’
দক্ষিণ ভারতের তেলঙ্গানা রাজ্যের রজান্যা জেলার থিমাপুর গ্রামের ঘটনায় অবাক বনে যান অনেকে। মুহূর্তে চারপাশে তা ছড়িয়ে পড়ে। 

বিশ বছর বয়সী পুত্রবধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন তার শাশুড়ি। তাই তার সঙ্গে বাড়ির সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখছিলেন। কিন্তু বিষয়টা পছন্দ না হওয়ায় শাশুড়ি বউমাকে জড়িয়ে ধরে বলেছেন, ‘তোমারও করোনা হোক’।

ঘটনার পরেই অবশ্য পরিবারের সিদ্ধান্তে শাশুড়িকে বাড়ি থেকে করে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, বউমাও করোনা পজিটিভ। আপাতত নিজের বোনের কাছে আছেন ওই শাশুড়ি ভদ্রমহিলা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা