ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

 

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এসময় অন্যান্য মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। শনিবার দুপুরে থানা থেকে লুট হওয়া নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ইতিপুর্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা অব্যহত রেখেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থা পড়ে থাকা একটি ব্যাগের খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

Update Time : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এসময় অন্যান্য মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। শনিবার দুপুরে থানা থেকে লুট হওয়া নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ইতিপুর্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা অব্যহত রেখেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থা পড়ে থাকা একটি ব্যাগের খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

সবুজদেশ/এসইউ