ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ-পশ্চিমের ৬ জেলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা বিভাগের ছয়টি সীমান্তবর্তী জেলার সীমান্ত এখনো অরক্ষিত। বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপ্রবেশ করোনা মহামারির সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ্র প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্যবিদরা।

সূত্র অনুযায়ী, বিজিবির নিয়মিত অভিযানে হাতে গোণা কিছু মানুষ আটক হলেও একটি বড় অংশ অবাধে দেশের বাইরে যাচ্ছে এবং আসছে। 

সব চেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ঝিনাইদহ সীমান্ত দিয়ে। বিজিবি-৫৮ (ঝিনাইদহ) সূত্র বলছে, গত তিন মাসে ৩১৭ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করেছে তারা।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল হাসান বলেন, ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কোনো উপায় না পেয়ে এসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসছেন। যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন, তাদের ফিরতেও হচ্ছে অবৈধ পথ দিয়ে।

তিনি আরও বলেন, ‘এরা সবাই সাধারণ মানুষ। তারা ওপাড়ে (ভারতে) যান হয় আত্মীয়-স্বজনদের বাসায়, নয়তো সীমান্ত সংলগ্ন ইটাভাটা ও অন্যান্য শ্রমে নিয়োজিত হতে। আটকের পরে আমরা এসব তথ্য জানতে পেরেছি।’

মহেশপুর-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে সীমান্ত কিছুটা অরক্ষিত থাকায় সুযোগ পাচ্ছে অনুপ্রবেশকারীরা।’

Tag :

দক্ষিণ-পশ্চিমের ৬ জেলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই

Update Time : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা বিভাগের ছয়টি সীমান্তবর্তী জেলার সীমান্ত এখনো অরক্ষিত। বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপ্রবেশ করোনা মহামারির সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ্র প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্যবিদরা।

সূত্র অনুযায়ী, বিজিবির নিয়মিত অভিযানে হাতে গোণা কিছু মানুষ আটক হলেও একটি বড় অংশ অবাধে দেশের বাইরে যাচ্ছে এবং আসছে। 

সব চেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ঝিনাইদহ সীমান্ত দিয়ে। বিজিবি-৫৮ (ঝিনাইদহ) সূত্র বলছে, গত তিন মাসে ৩১৭ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করেছে তারা।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল হাসান বলেন, ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কোনো উপায় না পেয়ে এসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসছেন। যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন, তাদের ফিরতেও হচ্ছে অবৈধ পথ দিয়ে।

তিনি আরও বলেন, ‘এরা সবাই সাধারণ মানুষ। তারা ওপাড়ে (ভারতে) যান হয় আত্মীয়-স্বজনদের বাসায়, নয়তো সীমান্ত সংলগ্ন ইটাভাটা ও অন্যান্য শ্রমে নিয়োজিত হতে। আটকের পরে আমরা এসব তথ্য জানতে পেরেছি।’

মহেশপুর-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে সীমান্ত কিছুটা অরক্ষিত থাকায় সুযোগ পাচ্ছে অনুপ্রবেশকারীরা।’