দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়া ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার
কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার সদর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্য নির্বাহী সংসদ। গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন সদর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। সে দীর্ঘদিন ধরে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বহিষ্কার হওয়া জয়নাল আবেদীন সংগঠনের গঠনতন্ত্র পরিপস্থি কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার বলেন, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজ করায় জয়নাল আবেদীনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতারা। এখন থেকে জয়নাল ছাত্রলীগের কেউ নন।
উল্লেখ্য, গত শুক্রবার ছুটির দিনে বেলা ২টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে পিস্তুল নিয়ে আবাসিক ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে জয়নালের বিরুদ্ধে। এঘটনায় জেলা ছাত্রলীগ কেন্দ্রে লিখিত অভিযোগ করলে জয়নাল আবেদীনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা।