নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন পৌরসভা নির্বাচনে দলের স্বার্থে সকল পর্যায়ের নেতাকর্মিদের কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। দলের সভানেত্রী শেখ হাসিনার হাতে বিজয়ের ফল তুলে দিতে পারলে আমরা স্বার্থক হবো। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে একই পদের অনেকেই যোগ্য প্রার্থী থাকেন। কিন্ত যাচাই বাছাই করেই দল একজনকে মনোনিত করে থাকে। আর এখানে দলের মনোনীত প্রার্থী আশরাফুল আলম আশরাফকে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতে জয় তুলে দিতে হবে।

মঙ্গলবার রাত ৮ টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আশরাফুল আালম আশরাফের নৌকা প্রতিকের প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হক উপরোক্ত কথাগুলো বলেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভাতে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার, কেন্দ্রিয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সাবেক সাংসদ নবী নেওয়াজ, যশোর সদর আওয়ামীলের সভাপতি মুহিত নাথ, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতা ইসরাইল হোসেন, সাবেক সাংগাঠনিক সম্পাদক এ্যাড মতিয়ার রহমান মতি।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নৌকার প্রার্থী আশরাফুল আলম আশরাফকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ দলের সকল সহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন সহ সকল পর্যায়ের হাতে তুলে দেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here